DROID VPN দিয়ে এখন আবার গ্রামিনফোনে আনলিমিটেড ফ্রিনেট চালান।স্পিড ৫০০kbps+++। সাথে CONNECTING TRICK এবং DISCONNECT PROBLEM SOLVED

সবাইকে স্বাগতম



আজকে দেখাব কিভাবে গ্রামীনফোন এ ড্রইডভিপিএন দিয়ে ফ্রিনেট চালাবেন।আনেকেই বলবেন কপি পোস্ট কিন্তু দেখবেন টেকনিকটা অন্য গুলোর চেয়ে আলাদা এবং আমি এখানো আরো আনেক ট্রিক ও দিয়েছি।
প্রথমে ড্রইড ভিপিএন 3.0.1.6 ভারশন ডাউনলোড করে নিন।
এর পর আপনার একটি ফ্রি সারভার দরকার। এর জন্য আপনি ক্রোম এ যেয়ে www.skyssh.com লিখে সার্চ করুন
এর পর আপনি asia সিলেক্ট করুন।
এখন ssh singapur এ server list সিলেক্ট করুন।
এখন যেকোনো Host সিলেক্ট করুন।
এরপর ফর্ম পূরণ করুন। Username এ একটি unicque নাম দিন তানা হলে
একাউন্ট খিলবে না।এরপর পাসওয়ার্ড দিয়ে।এরপর ক্যাপচা পূরণ করুন।create এ ক্লিক করুন।

এখন Droidvpn এর সেটিং করুন।




SPEED SETTING

ড্রইড ভিপিএন এরsetting < TCP HTTP mode<HTTP HHALNDER এর পর নিচের মতো সেটিং করুন।
এখন আপনারা স্পিডের জন্য নিচের লিংক থেকে terminal emulator এপ টা ডাউনলোড করে নিন।এরপর সেখানে গিয়ে লিখুন ping google.com।এবং এন্টার এ ক্লিক করুন।
না বুঝলে এবং স্পিড প্রুব দেখতে ভিডিওতে দেখুন।

CONNECTING TRICK

আপনার সব সেটিং হয়ে গেলে ড্রইড ভিপিএন ডুকুন।এর পর কানেক্ট এ ক্লিক করুন। যদি আপনার সব সেটিং ঠিক থাকে তাহলে উপরে waiting for auth response লেখা দেখবেন। আপনারা অনেকেই এই পরিস্থিতিতে কানেক্ট হয়ার জন্য আপেক্ষা করে।কিন্তু এভাবে কখনোই কানেক্ট হয় না।আপনি খেয়াল করবেন যে waiting for auth response লেখাটি দদেখানোর আগে নিচে server list updated লেখা দেখাবে। তখন আপনি stop connect এ ক্লিক দিয়ে আবার কানেক্ট এ ক্লিক করুন।আবশ্যই কানেক্ট হবে।
এখন ড্রইড ভিপিএন মিনিমাইজ করে চালাতে থাকেন।
ভালো স্পিডের জন্য uc mini ব্রাউজার ব্যাবহার করুন।

DISCONNECT PROBLEM SOLVED

এখন সব কাজ শেষ কিন্তু সমস্য হলো ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু এ টেককনিক ফলো করলে ডিসকানেক্ট হইয় না যদি ডিস কানেক্ট হয়ে যায় তাহলে আপনি আপনার মোবাইলের ডাটা অফ করে দিবেন।এর পর টার্মিনাল ইমুলেটরের যে পেজে বিভিন্ন লেখা লিখেছিলে তা বাদ দিয়ে দিবেন।যদি ড্রইড ভিপিএন মিনিমাইজ করে থাকেন তাহলে তাও সরিয়ে দিবেন।
তারপর আবার ডাটা অন করে উপরের টেকনিক ফলো করে কানেক্ট করুন।
অনেকে প্রশ্ন করে করে এটা আনলিমিটেড কিনা। না এটা লিমিটেড দিনে ১০০ এম্বি কিন্তু আপনি বুদ্ধিমান হলে আনলিমিটেড করা যায়।আপনি একরা কাজ কাজ করবেন ড্রইড ভিপিএন এর আনেক গুলো একাউন্ট খুলে রাখবেন।তাহলে একটার লিমিট শেষ হলেই অন্য একাউন্ট টা সেভ করে আবার ফ্রি নেট চালাতে পারবেন।
আশাকরি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্টে বলবেন।
এখনো না বুঝলে নিচের ভিডিও দেখুন।

শেয়ার করুন

লেখকঃ