যেভাবে ইনস্টল করবেন অ্যান্ড্রয়েড পি!

যেভাবে ইনস্টল করবেন অ্যান্ড্রয়েড পি! trickforallbd.blogspot.com
অ্যান্ড্রয়েড নোগাট এর পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড পি অবমুক্ত হবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে। তবে পরীক্ষামূলক ব্যব‌হারের জন্য গুগল একটি বেটা সংস্করণ অবমুক্ত করেছে সম্প্রতি। নির্দিষ্ট ৯টি মডেলের অ্যান্ড্রয়েড ফোন ব্যব‌হারকারীরা গুগলের ওয়েবসাইটে সাইন ইন করে পরবর্তীতে ফোনে আপডেট সংক্রান্ত নোটিফিকেশন পাবেন। আর সে নোটিফিকেশন ডায়লগে সম্মতি প্রদান করে স‌হজেই ফোনটি হালনাগাদ করে নেয়া যাবে অ্যান্ড্রয়েড পি -তে
যে নয়টি ফোনে মিলবে অ্যান্ড্রয়েড পি বেটা সংস্করণ:

- পিক্সেল ২ / পিক্সেল ২ এক্সএল
- পিক্সেল / পিক্সেল এক্সএল
- এসেনশিয়াল ফোন
- ওয়ানপ্লাস ৬
- সনি এক্সপেরিয়া এক্সযেড২
- নকিয়া ৭ প্লাস
- শাওমি মি মিক্স ২এস
- ওপো আর১৫ প্রো
- ভিভো এক্স২১

শেয়ার করুন

লেখকঃ